Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
President Abdul Hamid Comming to Bangalpara
Details

বাংগালপাড়ার সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভাটি এলাকার অহংকার, ভাটির শার্দুল, সারা বাংলার জন প্রিয় নেতা, স্বচ্ছ রাজনীতির প্রতিচ্ছবি, ভাটি এলাকার কৃষক , শ্রমিক, জেলে, তাতী, কামার, কুমার সহ সকল অতি সাধারণ মানুষের আপন জন,বাংলাদেশ সরকার এর মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ সাহেব আজ সকার ১0.00 ঘটিকায় অষ্টগ্রাম হতে বাংগালপাড়া টু ঢাকা রাস্তা উন্নয়নের কাজ পরিদর্শন করবেন । তিনি অষ্টগ্রাম হতে গাড়ি যোগে ১নং ওয়ার্ড মনোহরপুর, ২নং ওয়ার্ড উছমানপুর, ৪নং ওয়ার্ড আনোয়ারপুর, ৫নং ওয়ার্ড দক্ষিণ বাংগালপাড়া, ৬নং ওয়ার্ড রথানী, ৮নং ওয়ার্ড লাউড়া-নাজিরপুর হয়ে ৯নং ওয়ার্ড নোয়াগাঁও পর্যন্ত যাবেন । নোয়াগাঁও কিছু সময়ের জন্য অবস্থান করার সম্ভবনা আছে । তার পর নোয়াগাঁও থেকে গাড়ি বহর নিয়ে মিঠামন যাওয়ার কথা রয়েছে । মাহমান্য রাষ্ট্রপতিকে স্বাগতম জানানোর জন্য রাস্তার দুই পাশে শৃংখলা বদ্ধ ভাবে দাড়িয়ে স্বাগতম জানাতে ১০ ঘটিকার বাংগালপাড়া টু ঢাকা রাস্তার দাড়াতে পারবেন । তবে শৃংখলার কোন বেঘাত ঘটালে আইন শৃংখলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে ।

Publish Date
25/09/2018
Archieve Date
30/09/2019